আজ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে গ্রামাঞ্চলে জনপ্রয়ি বাহন বলতে মানুষের মাঝে বাই সাইকেল হেলিকপ্টার। শব্দবিহীন, জ্বালানি তেল ও বিদ্যুতের প্রয়োজন হতো না সাইকেল হেলিকপ্টারে। কিন্তু কালের পরিক্রমায় এটি হারিয়ে গেছে। এখন শহর থেকে গ্রাম সর্বত্রে মোটর সাইকেল, বাস, ইঞ্জিন চালিত ভ্যানগাড়ি প্রভৃতির সংখ্যা বেড়েই চলেছে।
আরও পড়ুনঃ আয়ার কারণে মা ডাক শোনা হলো না আন্নার
সাতক্ষীরায় গ্রামাঞ্চলে কাঁচা রাস্তা দিয়ে চলতো সাইকেল হেলিকপ্টার। বর্তমানে রাজধানীসহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে রাস্তার পাকা হয়েছে। পাকা রাস্তায় বাই সাইকেল চালানো খুব সহজ ও কম কষ্টসাধ্য হলেও মোটর সাইকেল, বাস, ইঞ্জিন চালিত ভ্যানগাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারবে না। সেজন্য মানুষও এই হেলিকপ্টারে চড়েন না। ফলে ধীরে ধীরে বিলুপ্তি হয়ে যায় সাইকেল হেলিকপ্টার।
আরও পড়ুনঃ বিরাট বাঁশ হাতে পুলিশের দিকে তেড়ে গেলেন ছাত্রদলকর্মী
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নূরুল ইসলাম নামের সাইকেল হেলিকপ্টার চালক বলেন, এই সাইকেল দিয়ে সংসার চালাতাম। এখন কোন যাত্রী সাইকেল হেলিকপ্টারে চড়েন না। ফলে এটি চালানো বাদ দিয়ে দিনমজুরির কাজ বেচে নিয়েছেন। এটা সাতক্ষীরা জেলার ঐতিহ্য। দেশের অন্য কোথাও এই বাহকের দেখা মেলে না। সিরাজুল মিয়া নামে আরেকজন সাইকেল হেলিকপ্টার চালক বলেন, কয়েক বছর ধরে তিনি সাইকেল হেলিকপ্টার চালানো বাদ দিয়েছেন।
এফএ