ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

স্ত্রী পালিয়েছে, খোঁজ দিলেই ৫০ হাজার টাকা পুরস্কার

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ মার্চ ২০২১ , ০৬:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে এক প্রবাসীর স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ বছরের ছেলেকে নিয়ে পালিয়ে গেছেন। 

বিজ্ঞাপন

গেল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এই ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ওই রাতেই গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন : ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে স্বজনদের হামলা

জানা গেছে, ২০১৩ সালে ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে প্রবাসী মো. আবুল বাশারের (৩২) সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের মেয়ে সম্পা খাতুনের (২৫) বিয়ে হয়। বিয়ের চার মাস পর স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার। ২০১৯ সালে তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সৌদি থেকে বাশার দেশে আসলে কয়েকদিনের মধ্যেই আবুল বাশারের মা অসুস্থ হয়ে পড়লে মাকে নিয়ে হাসপাতালে গেলে তাদের অগোচরে বাড়িতে থাকা ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা ও তার ৭ বছরের সন্তান নিয়ে পালিয়ে যান স্ত্রী।

আরও পড়ুন : শিক্ষিকাকে বিয়ে করলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুবেল

স্ত্রী-সন্তানকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের সন্ধান পাওয়া যাবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |