পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল (১৮) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
তার বাড়ি পঞ্চগড় জেলা শহরের মসজিদ পাড়া এলাকায়। তিনি ওই এলাকার শাহজাহান আলীর ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে তেঁতুলিয়া উপজেলার শালবাহান রোড এলাকায় অবস্থিত গ্রিন কেয়ার চা কারখানায় রং করার সময় ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে তার স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার ভাই ইমন সহচা কারখানার লোকজন তাৎক্ষণিক তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন অর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি