ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ , ১২:০৪ পিএম


loading/img
ফাইল ছবি

মাদারীপুরে সদর উপজেলায় হালান কাজী (৬০) নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হালান কাজী নতুন মাদারীপুর গ্রামের হাশেম কাজীর ছেলে এবং শহরের বিসিক শিল্প নগরীর কাঠ ব্যবসায়ী।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যক্তিগত কাজ শেষে পায়ে হেঁটে মাদারীপুর থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী।

লক্ষ্মীপুর এলাকায় আসলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হালানের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়। হালানের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ক্ষতচিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদঘাটনের পুলিশ মাঠে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |