ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সড়কের দুইপাশে দাঁড়ানো মূর্তিমান আতঙ্ক!

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১ , ০৯:৫৩ এএম


loading/img
সড়কের দুইপাশে দাঁড়ানো মূর্তিমান আতঙ্ক মরা গাছ, ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর-গোড়াই-সাগরদিঘী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে যেন মূর্তিমান আতঙ্ক। অনেকটা ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছে এলাকাবাসী। সড়কটির দুই পাশজুড়ে পুরোনো আকাশমণি, শিশু, মেহগণিসহ বিভিন্ন প্রজাতির গাছগুলো অজ্ঞাত রোগে মরে যাচ্ছে। মড়ক ধরা এসব গাছের ডালপালা পরে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, আশঙ্কা স্থানীয়দের। সড়কটি দিয়ে এখন অনেকটা ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। অথচ তেমন কোন সর্তকতা নেই। 

বিজ্ঞাপন

আরও পড়ুন : রবির সঙ্গে ৮ ঘণ্টার নাটকীয় নিলাম যুদ্ধে জিতলো গ্রামীণফোন

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কের দুইপাশে সবুজের সমারোহ অনেকটাই কমে গেছে। অজ্ঞাত রোগে মরে যাচ্ছে সড়কের সবুজ-শ্যামল গাছগুলো। দীর্ঘদিনের পুরোনো গাছগুলোর মরা ডালপালা না কাটার ফলে নতুন গাছগুলোতেও মড়ক দেখা দিচ্ছে। এলাকার কয়েকটি স্থানে মরা গাছগুলো ঘেঁষেইে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মরা গাছগুলো যেকোন সময় ভেঙে পড়তে পারে এমন আতঙ্কের মধ্যেই স্থানীয়রা তাদের ব্যবসা পরিচালনা করছেন। সংশ্লিষ্ট দপ্তর গাছগুলো কাটার কোনো উদ্যোগই নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সখীপুর আবাসিক মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক সহকারী অধ্যাপক, বর্তমানে হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, ‘সড়কের পাশের গাছগুলো পরিবেশ মনোরম করার পাশাপাশি অক্সিজেন সরবরাহ করে। তবে বিষাক্ত ধোঁয়া, মাটির লেয়ার নিচে নেমে যাওয়ায় পর্যাপ্ত পানি শোষণ করতে না পারাসহ বিভিন্ন রোগবালাইয়ের কারণে সড়কের পাশে লাগানো গাছ মরে যেতে পারে। মরে যাওয়া গাছগুলো চারপাশের সৌন্দর্য বিনষ্ট করছে, ছড়াচ্ছে ক্ষতিকর ভাইরাস। ধ্বংস করছে জীববৈচিত্র্য। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মরে যাওয়া গাছগুলো কেটে নতুন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া উচিত। তা না হলে আরও গাছ আক্রান্ত হয়ে মারা যাবে। 

আরও পড়ুন : মাওলানা মামুনুলকে নিক্সন ‘আমি খাওয়াতে প্রস্তুত আছি’

তিনি জানান, সম্ভবত গাছগুলো ডাইব্যাক নামের ছত্রাকে আক্রান্ত  হয়েছে। এই ছত্রাকের কারণে গাছের গোড়া পর্যন্ত পঁচে যায়। এতে গাছ উপড়ে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। 

বিজ্ঞাপন

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, ‘সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, এলজিইডি অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সামাজিক বনায়নের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমরা বৃক্ষরোপণ অব্যাহত রাখব।’

আরো পড়ুন: মায়ের চিকিৎসায় শাস্তি মাফ হচ্ছে শাহাদাতের

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৩-৮৪ অর্থবছরে সড়কটি নির্মাণ করা হয়। তখন গোড়া থেকে মধুপুরের কাকরাইদ পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের উভয়পাশে বিপুল সংখ্যক শিশুগাছ, আকাশমণি, মেহগণিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়। বর্তমানে ওই গাছগুলোর অধিকাংশই মরে যাচ্ছে। কোনো কোনো গাছের শিকড়ে বাসা বেঁধেছে পিঁপড়া। মরাগাছের ডালপালা সড়কে চলাচলকারীদের উপর পড়ে দুর্ঘটনারও আশঙ্কা করা হচ্ছে। 
এল/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |