মাদারীপুরের কালকিনি উপজেলায় রাতের আঁধারে পরকীয়ার অভিযোগে রাজন বেপারি (২৩) নামে এক যুবক ও এক প্রবাসীর স্ত্রীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় এ ঘটনায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে মামলা করা ঞয়। আটক রাজন বেপারি পৌর এলাকার বিভাগদী গ্রামের খায়রুল বেপারির ছেলে।
আরও পড়ুন : রবির সঙ্গে ৮ ঘণ্টার নাটকীয় নিলাম যুদ্ধে জিতলো গ্রামীণফোন
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বালীগ্রাম এলাকার পশ্চিম বালীগ্রামের সিঙ্গাপুরপ্রবাসীর স্ত্রীর সঙ্গে রাজন বেপারির দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছে। এ সম্পর্কের জের ধরে রাজন বেপারি রোববার গভীর রাতে গোপনে দেখা করার জন্য ওই প্রবাসীর স্ত্রীর ঘরে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন প্রেমিক রাজন বেপারি ও প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় ঘরের মধ্যে আটকে রাখে। পরে ডাসার থানা পুলিশের হাতে তাদের সোপর্দ করেন স্থানীয়রা। থানা পুলিশ পরকীয়ার অপরাধে রাজন ও প্রবাসীর স্ত্রীকে মাদারীপুর জেলহাজতে পাঠায়।
আরও পড়ুন : মোবাইল ফোনে পরিচয়, অতঃপর প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
স্থানীয় আনোয়ার হোসেন জানান, রাতে রাজন বেপারি ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান আরটিভি নিউজকে বলেন, পরকীয়ার অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পি
আরও পড়ুন : তৃতীয় লিঙ্গের মানুষকে কী বিয়ে করা জায়েজ?