ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

প্রেম করে বিয়ে, দেড় মাসের সংসারে রানীর ঝুলন্ত মরদেহ 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ মার্চ ২০২১ , ০৩:৫১ পিএম


loading/img
প্রেম করে বিয়ে, দেড় মাসের সংসারে রানীর ঝুলন্ত মরদেহ

নোয়াখালীতে দেড়মাস আগে প্রেম করে বিয়ে করা মুকুল রানী মজুমদারের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় স্বামী রুবেলকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (১০ মার্চ) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহীর চরমন্ডলীয়া গ্রাম থেকে স্বামী ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুকুল রানী কবিরহাট উপজেলার অমরপুর গ্রামের রুবেলের স্ত্রী। 

আরও পড়ুন : মায়ের পিছু পিছু যাওয়ায় শিশু শিক্ষার্থীকে এমন বেদম পেটায় শিক্ষক (ভিডিও)

আটককৃত রুবেল জানান, দেড় মাস আগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরবজলুল করিম গ্রামের মৃত কান্তি লাল দাসের মেয়ে মুকুল রানীকে প্রেম করে বিয়ে করেন তিনি।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে চরমন্ডলীয়া বাজার নিজের সেলুন দোকানে কাজ করে রাত ১০টার দিকে বাসায় এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান বলে জানান রুবেল।

আরও পড়ুন : দীঘির বিরুদ্ধে মামলা হচ্ছে

নিহতের মা সুলতা রাণী মজুমদারের দাবি, তার মেয়ে মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায়ও মোবাইলে তার সাথে কথা বলেছে। তিনি আশঙ্কা করছেন তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম রাজা এ তথ্য নিশ্চিত করে বলেন, মুকুল রানীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী রুবেল চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আরও পড়ুন : এবার মাদরাসার সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করছে সরকার

জিএম/ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |