ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পিস্তলসহ ধরা পড়লেন বর্ষা

আরটিভি নিউজ

বুধবার, ১৭ মার্চ ২০২১ , ০৮:০৬ পিএম


loading/img
পিস্তলসহ ধরা পড়লেন বর্ষা।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে আগ্নেয়াস্ত্রসহ নূর মির্জা আক্তার বর্ষা (২০) নামের এক যুবতীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। বুধবার (১৭ মার্চ) দুপুরে ওই যুবতীর ৭ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুন্দরমদন গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।

বিজ্ঞাপন

বর্ষার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় বর্ষার নামে টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বর্ষা টঙ্গীর আউচপাড়া কলেজগেট এলাকায় মহাসড়কের পাশে অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে র‌্যাব-১০ এর সদস্যরা অভিযান চালায় ওই এলাকায়। এসময় তাকে গ্রেপ্তার করে পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব সদস্যরা তাকে থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে মামলা করা হয়।

এসআর/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |