ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ এপ্রিল ২০২১ , ১০:৫৩ এএম


loading/img
ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বুধবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে আব্দুল খালেক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বড় ভাই।  

নিহত আব্দুল খালেক (৫৫) পুরুলিয়া গ্রামের মৃত রওশনের ছেলে। আর অভিযুক্ত ছোট ভাই আব্দুল মালেকের (৫০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বাড়িতে একটি টয়লেট নির্মাণ নিয়ে আব্দুল খালেক ও আব্দুল মালেকের মধ্যে বিরোধ বাধে। মঙ্গলবার রাতে এই বিষয় নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। এসময় ছোট ভাই হাসুয়া দিয়ে বড় ভাইকে আঘাত করে। এতে বড় ভাই গুরুতর আহত হন। পরে আহত খালেককে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

এই ঘটনার বিষয়ে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |