ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ১২ লাখ টাকাসহ সন্দেহভাজন জঙ্গি আটক ১

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ১০:৫৫ এএম


loading/img

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করেছে পুলিশে। এসময় তার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার রাতে তাকে আটক করা হয়।

এর আগে বুধবার রাত এগারোটা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জঙ্গি সন্দেহে ভবনটির সাততলা বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হয়েছে। তবে অন্য জঙ্গি আস্তানার মতো বিস্ফোরকের মতো কিছু পাওয়া যায়নি।  ১১ লাখ ৯০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরো জানায়, আটক ব্যক্তি একজন চার মাস ধরে বাসাটিতে ভাড়া আছেন। ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করেননি। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |