ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ১২:২০ পিএম


loading/img

ধর্মনিরপক্ষেতা মানে ধর্মহীনতা নয়। এর মানে হচ্ছে সবাই সবার ধর্ম পালন করবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠিকে সম্পৃক্ত করতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি।

বেলা সাড়ে ১১টা থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হয়। 

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, যারা বলে ধর্মনিরপক্ষেতা মানে ধর্মহীনতা তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। জাতির পিতা দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সংবিধানে ধর্মনিরপেক্ষাকে অন্তর্ভূক্ত করেছেন।

তিনি বলেন, ইসলাম সব ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে। কিছু মানুষ ধর্মের ভুল ব্যাখ্য দিয়ে মানুষকে বিপথগামী করছে। আওয়ামী লীগ সরকার ইসলামের প্রচার ও প্রসারে অনেক কর্মসূচি হাতে নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা ধর্মের নামে মানুষ খুন করে তারা ইসলামের শত্রু। অন্যায়ভাবে কোনো মানবজাতিকে হত্যা করা সমর্থন করে না। ইসলাম জীবন নিতে নয় জীবন বাঁচাতে শিক্ষা দেয়।

বিজ্ঞাপন

গোটা বিশ্বের ন্যায় বায়লাদেশেরও আজ বড় সমস্যা জঙ্গি ও সন্ত্রাসবাদ। ইসলাম কখনও এটিকে সমর্থন করে না। আমাদের পবিত্র ধর্ম ইসলাম সব সময় মানুষকে ভালোবাসতে শেখায়। কাউকে অন্যায়ভাবে হত্যা করতে নয়।

বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিরা বলে তারা মানুষ হত্যা করে জান্নাতে যাবে। কিন্তু ইসলাম ধর্মের কোথায় বলা আছে নিরীহ মানুষকে হত্যা করে জান্নাতে যাওয়া যাবে। যারা ইসলামের নামে অন্যায়ভাবে মানুষেকে হত্যা করে তারা মুসলমানদের বদনাম করছে।  

তিনি বলেন, বর্তমানে দেখা যাচ্ছে ভালো ও শিক্ষিত পরিবারের সন্তানরা জঙ্গিবাদে জড়াচ্ছে। যেটা মোটেই কাম্য নয়। ছেলে-মেয়েরা কখন কোথায় যায়, কার সঙ্গে মিশে সে বিষয়ে বাবা মা’ কে খেয়াল রাখতে হবে। তাদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ থেকে বাঁচিয়ে রাখতে হবে।

এইচটি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |