ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লকডাউন উপেক্ষা করে প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে আউলিয়া বাজারে এ প্রতিবাদ সভা হয়।
সভায় বক্তারা বলেন, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতদের তাণ্ডবের ঘটনায় হেফাজত নেতারা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোক্তাধির চৌধুরীকে জড়িয়ে অহেতুক কটূক্তি ও মিথ্যাচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইউনিয়ন আ.লীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া। ইউনিয়ন আ.গের সাধারণ সম্পাদক অলি আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, দপ্তর সম্পাদক রাজ্জাক ফকির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬-২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা রেলওয়ে স্টেশন, পৌরসভা কার্যালয়, সুর সম্রাট দ্য আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, এসিল্যান্ডের কার্যালয়, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, জেলা পরিষদের ডাক বাংলো, সার্কিট হাউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা পরিষদ কার্যালয়, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের বাসভবন, জেলা শিল্পকলা একাডেমি, হাইওয়ে থানা ভবন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পাসসহ সরকারি-বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালায় ও অগ্নি সংযোগ করে ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরীতে পরিণত করে।
এসআর/