ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

হাসপাতাল থেকে শিশু চুরি, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ০১:১০ পিএম


loading/img
হাসপাতাল থেকে শিশু চুরি, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সেবা ক্লিনিক থেকে চুরি যাওয়ার ১৫ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রিয়া খাতুন নামের এক নারীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দাসপাড়া থেকে প্রিয়া খাতুন-জাহাঙ্গীরের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন বলেন, সংবাদ পাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে বিভিন্নস্থানে অভিযান চালায় র‌্যাবের একাধিক টিম। এরপর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উপজেলার নিশ্চিন্তপুর দাসপাড়ায় আছে শিশুটি। পরে সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে প্রিয়া খাতুনকে আটক করা হয়। তবে তার স্বামী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে প্রিয়া জানান, দীর্ঘদিন তাদের সন্তান হচ্ছিল না। তাই দু’জন পরামর্শ করে শিশুটিকে চুরি করেছিলেন।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |