• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে প্রায়ই ধর্ষণ করত প্রেমিক 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২১, ১৩:৪৫
The boyfriend often raped his girlfriend in the temptation of marriage
প্রতীকী ছবি

বগুড়া সদর উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৬) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ এপ্রিল) অভিযুক্ত মিলনকে (৩২) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার (২৫ এপ্রিল) রাতে ওই তরুণীর মা বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত মিলন (৩২) বগুড়া সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার আব্দুল মাজেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার মিলনের সঙ্গে প্রতিবেশী ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১৭ জানুয়ারি দুপুরে তরুণীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত মিলন। এরপর মাঝে মাঝেই পূর্বের ধর্ষণের কথা বলে জিম্মি করে আরও কয়েকবার ধর্ষণ করে। গত ২৬ ফেব্রুয়ারি রাত ১১টার সময় বাড়িতে ঢুকে আবারও ধর্ষণের চেষ্টা করলে তরুণীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। এ সময় কৌশলে পালিয়ে যায় মিলন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জিএম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশপ্রেমিক হতে হলে বক্তৃতা দিয়ে নয় কর্মে প্রমাণ করতে হবে: ডা. জাহিদ
প্রেমিককে স্বামী হিসেবে না পেয়ে কিশোরীর আত্মহত্যা
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
নাশকতাকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা