ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মোবাইলের রিচার্জ কার্ড কিনতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০১ মে ২০২১ , ০৯:১৩ পিএম


loading/img
গ্রেপ্তারকৃত আবদুর রব

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কিশোরীকে (১৪) গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুর রবকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১ মে) সন্ধ্যায় লাকসাম উপজেলার রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত আবদুর রব (২৩) সোনাইমুড়ীর বজরা এলাকার আবু তাহেরের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে মোবাইলের রিচার্জ কার্ড নিয়ে বাড়িতে ফেরার পথে আবদুর রব (২৩) ও রিপন (২৮) ওই কিশোরীর গতিরোধ করে মুখে গামছা পেঁচিয়ে পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে সালাউদ্দিন (২৯) নামের এক যুবকের সহযোগিতায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে রিপন ও আবদুর রব।  

ওই ঘটনার পর আব্দুর রব লাকসামে তার এক বোনের বাড়িতে গিয়ে আত্মগোপন করেছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি রব।

বিজ্ঞাপন

সোনাইমুড়ী থানা পুলিশের ওসি মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল সম্পন্ন হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |