ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কাল শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ মে ২০২১ , ০২:১২ পিএম


loading/img
ফাইল ছবি

সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে কাল বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপন করবে শরীয়তপুরের ৫০টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী জানান, আমরা প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা রেখেছি। তাই বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদের চাঁদ দেখা যাবে। বৃহস্পতিবার সেখানে ঈদ উদযাপিত হবে। এজন্য মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখেই আগামীকাল ঈদুল ফিতরের (ঈদ) উদযাপন করবো এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীর (রা.) ভক্ত ও অনুসারীরা বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঈদ উদযাপন করবেন। 

শরীয়তপুরের ছয়টি উপজেলার মানুষ এদিন বৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন। তবে করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় জন্য আহ্বান জানিয়েছেন সুরেশ্বর দরবার শরীফের পীর ও সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |