ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রাতের অন্ধকারে যুবদল কর্মীকে কুপিয়ে খুন 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ মে ২০২১ , ০৯:২৬ এএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ সোহেল (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মে) রাত ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্সের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই হামলার ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সোহেল উপজেলাধীন মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দেলোয়ার হোসেন প্রকাশ দেলু সওদাগরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ মে) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড বাজারে যাচ্ছিলেন সোহেল। এ সময় তার সাথে আরও ২ জন আরোহী ছিলেন। এমন সময় পেছন থেকে সিএনজি যোগে এসে কেউ একজন লাথি দিলে মোটরসাইকেলসহ রাস্তার ওপর পড়ে যায় তারা ৩ জন।

এরপর সিএনজি থেকে নেমে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সেই সিএনজি করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সোহেলকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহত সোহেল যুবদল সমর্থন করলেও দলের কোনো পদে ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল আলম জহুর।

বিজ্ঞাপন

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ নিজামী বাবু জানান, সোহেল যুব দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জিএম 

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |