বেনাপোল চেকপোস্টে বুধবার সকালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ৪ যাত্রী আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন উজ্জ্বল বেপারী ( ৩২), কবির খান (৩০), বরকত আলী ( ৩৮) ও জামান খাঁন (৩৮)।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে। এগুলো তাদের ব্যাগে এবং কোমরের বেল্ট বরাবর লুকিয়ে রাখা হয়েছিল। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুল্ক আইন অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আর/ডিএইচ