ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

দেশে ফিরলেন ভারতে আটকা পড়া ৩৭ বাংলাদেশি

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ মে ২০২১ , ০৯:০৮ পিএম


loading/img
যাত্রীদের দেশে ফেরার স্থির চিত্র

তিন দিন অপেক্ষার পর ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে বুধবার (১৯ মে) দুপুরে দেশে প্রবেশ করেন তারা। ইমিগ্রেশন, কাস্টমস এবং স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় ৩টি আবাসিক হোটেলে পাঠানো হয় তাদের। সেখানে নিজ খরচে অবস্থান করবেন তারা।

বিজ্ঞাপন

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, ভারত থেকে আসা সকল যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে আটকা পড়েছিলেন। বুধবার প্রথম দিনে বিকেল ৪টা পর্যন্ত ৩৭ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-আলম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে শুরু করেছে। বুধবার দুপুরে ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং ৭২ ঘণ্টার মধ্যে করোনার সনদ নিয়ে হিলি চেকপোস্ট দিয়ে দেশে আসেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ছিল।

এসআর/

আরটিভি’ সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

বিজ্ঞাপন

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |