ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিদ্যুতের দাম এক ধাপ বাড়তে পারে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ , ০৮:৫০ পিএম


loading/img

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আরো এক ধাপ বাড়ানো হতে পারে। জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিজ্ঞাপন

বুধবার ‘পাওয়ার ও এনার্জি হ্যাকথন-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধিতে খরচ বাড়ায় বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সম্ভাবনাময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কারিগর প্রযুক্তি নির্ভর আজকের এই তরুণ সমাজ। সুন্দর পরিবেশবান্ধব সোনার বাংলাদেশ হবে এই প্রতিশ্রুতিশীল তরুণদের হাত ধরেই।

তিনি বলেন, সব উন্নয়নের পিছনেই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি। তাই বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সবার জন্যই মঙ্গলজনক।

৩৯০টি দলের মধ্যে নির্বাচিত ১৫০টি দল বুধবার থেকে শুরু হওয়া একটানা ৩৬ ঘন্টা তাদের উদ্ভাবনগুলোর প্রোটোটাইপ তৈরি করবে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, একাডেমি, ইন্ডাস্ট্রি থেকে ৪০ জনের বিশেষজ্ঞ দল ৭টি বিভাগের সেরা ২১টি উদ্ভাবন খুঁজে বের করবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজুল্লাহ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসর অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফ খান বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

 

ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |