বাণিজ্যিকীকরণের প্রবণতায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।বিশ্বমানের শ্রমশক্তি গড়ে তোলার নির্ধারিত লক্ষ্য বাধাগ্রস্ত হচ্ছে। অবশ্যই এটা বন্ধ করতে হবে। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
আজ (বুধবার) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা শিক্ষার্থীদের মেধা বিকাশেও বাধা সৃষ্টি করছে।
রাষ্ট্রপতি বলেন, ‘ভিশন ২০২১’ ও ‘ভিশন ২০৪১’ অনুযায়ী বাংলাদেশ একটি উন্নত দেশের পথে অগ্রসর হচ্ছে। এই চলমান উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষার প্রসার ঘটেছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে চমৎকার জায়গা হলো বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান ও পরিবেশ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।
আবদুল হামিদ বলেন, একটি বিশ্ববিদ্যালয় বহুমুখী জ্ঞান চর্চার স্থান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে যাতে তারা দৈনন্দিন শিক্ষা সূচির পাশাপাশি সাম্প্রতিক বিষয়েও জ্ঞানার্জন করতে পারে।
জেএইচ