ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

স্বামীর বাড়ি থেকে প্রবাসীর স্ত্রী উধাও!

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ মে ২০২১ , ০৬:৪৯ পিএম


loading/img
প্রতীকী ছবি

টাঙ্গাইল শহরের দিঘুলীয়া প্যাড়াডাইস পাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে আশেকপুর পূর্বপাড়া বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী (২২)। গৃহবধূকে ফিরে পেতে তার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন পাল্লাপাল্টি টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

বিজ্ঞাপন

মেয়েটির মা জানান, বৃহস্পতিবার (২০ মে) সকালে দিঘুলীয়া প্যাড়াডাইস পাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে আশেকপুর পূর্বপাড়া বাবার বাড়ি রওনা হওয়ার পর মোবাইল ফোনের মাধ্যমে তার মাকে অবগত করেন। তারপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে বাড়ি না ফেরায় শুক্রবার (২১ মে) দুপুরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তারা।

তিনি আরও জানান, আড়াই বছর আগে মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের এক ছেলে রয়েছে। টাকা পয়সার জন্য আমার মেয়েকে এর আগে তার শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন করত। মেয়েকে সুস্থ অবস্থায় ফেরত চাই।

বিজ্ঞাপন

এদিকে প্রবাসীর বোন বলেন, ওই গৃহবধূ তাদের বাড়ি থেকে নগদ পাঁচ লাখ টাকা, ছয় ভরি স্বর্ণসহ দেড় বছরের ভাতিজাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রিকশাযোগে রওনা হয়েছেন। তবে সে তার বাবার বাড়ি না গিয়ে আশেকপুর বাইপাসে একটি ছেলের সঙ্গে বাসে উঠে চলে গেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে সে ওই যুবকের সঙ্গে চলে গেছে।

টাঙ্গাইল সদর থানা অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, সাধারণ ডায়েরি হওয়ার পর তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার আসল রহস্য জানা যাবে।

এসআর/

বিজ্ঞাপন

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |