করোনাভাইরাসের কারণে গত বছর থেকে এ পর্যন্ত ৫০-৬০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। দেশজুড়ে প্রায় অর্ধেক হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়েছে। এমন পরিস্থিতিতে মালিকরা স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ খুলতে চান। তা না হলে তাদের রাস্তায় নামা ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানিয়েছেন হোটেল-রেস্তোরাঁ মালিকরা।
শনিবার (২২ মে) রাজধানীর পল্টনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হোটেল-রেস্তোরাঁ মালিকরা।
সংবাদ সম্মেলনে মালিক সমিতির নেতারা হোটেল-রেস্তোরাঁ আগের মতো খোলা রাখার জন্য সুযোগ, শ্রমিকদের জন্য প্রণোদনা প্রদান, মালিকদের এসএমই খাত থেকে ঋণ দেয়া, দোকানভাড়া ও গ্যাস-পানি-বিদ্যুৎ বিল মওকুফসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে যদি আগের মতো হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা সম্ভব না হয় তাহলে ৫০ শতাংশ আসন বসিয়ে হোটেল-রেস্তোরাঁ চালু রাখতে চায় মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ওসমান গনি, উপদেষ্টা খন্দকার রুহুল আমিন, মহাসচিব ইমরান হাসান, যুগ্ম-মহাসচিব ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিব প্রমুখ।
এসআর/
আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...