ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

করোনা পরিস্থিতির কারণে নিষে'ধাজ্ঞার মেয়াদ বাড়ল 

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ মে ২০২১ , ০৫:২৬ পিএম


loading/img
ফাইল ছবি

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায় সংক্রমণ রোধে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত বন্ধে তৃতীয় ধাপে ৮ দিন সীমান্ত পথে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। 

বিজ্ঞাপন

শনিবার (২২ মে) ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন ২৩ থেকে ৩১ মে পর্যন্ত নতুন এই নিষেধাজ্ঞায় যাত্রী যাতায়াত বন্ধ থাকছে। তবে নিষেধাজ্ঞার আগে যারা ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থান করছিল সে সব যাত্রীরা দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফিরতে পারবেন। 

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চন্দ্র বলেন, ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ১৫ দিনের লকডাউন চলছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ট্রেন-বাস, অফিস বন্ধ রয়েছে। এ কারণে পণ্য সরবরাহ কমায় আমদানি-রফতানি বাণিজ্য বিঘ্ন হচ্ছে।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নতুন করে ৩১ মে পর্যন্ত  ৮ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাদের দূতাবাসের ছাড়পত্র থাকবে তাদের যাতায়াতে বাধা নেই। 

জিএম 

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

বিজ্ঞাপন

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |