ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন হোটেলে যাতায়াত, অতঃপর..

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ মে ২০২১ , ০৫:৫৫ পিএম


loading/img
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ওরফে কাফী

বগুড়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে টানা চার বছর ধরে ধর্ষণ করে সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিজ্ঞাপন

শনিবার (২২ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ওরফে কাফী (৪৩) শহরের মালতিনগর হাইস্কুল মোড় এলাকার আব্দুল করিম শেখের ছেলে।

বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, ২০১৭ সালে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় বসবাসকারী প্যারামেডিকেল চিকিৎসক এক নারীর সঙ্গে কাফীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে বগুড়া ছাড়াও রাজশাহী, কক্সবাজার ও গাজীপুরের বিভিন্ন হোটেলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মেলামেশা করেন।

বিজ্ঞাপন

বেশ কয়েকদিন আগে কাফী তার ছেলের চিকিৎসার জন্য ওই নারীর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেন। সম্প্রতি কাফী ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করলে তিনি বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা করেন।

এদিকে আদালত বাদীর অভিযোগটি সদর থানায় নথিভুক্ত করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

জিএম/পি

বিজ্ঞাপন

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |