ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে বাগানে ধ'র্ষণ

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মে ২০২১ , ০৯:২৫ এএম


loading/img
প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৩০ মে) বিকেলে অভিযান চালিয়ে তাদরে গ্রেপ্তার করা হয়। একই দিন এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসরাফিল হোসেন (৩০) ও একই গ্রামের নাজমুল হুদার ছেলে তুহিন (২৭)। 

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার স্বরুপদাহ গ্রামের মালয়েশিয়া প্রবাসী জালাল উদ্দিন দীর্ঘদিন বিদেশ থাকায় তার স্ত্রীকে একই গ্রামের লম্পট ইসরাফিল কুপ্রস্তাব দিয়ে আসছিল। সে কুপ্রস্তাবে সাড়া না পেয়ে শনিবার (২৯ মে) রাত ৯টার সময় সঙ্গী তুহিনকে সঙ্গে নিয়ে গৃহবধূকে বাড়ি থেকে তুলে পাশের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরে রোববার (৩০ মে) বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভুক্তভোগীকে আজ সোমবার (৩১ মে) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |