করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা ও মহানগরীতে আজ মঙ্গলবার (২২ জুন) থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন শুরু হয়েছে। এই লকডাউন চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। সকাল থেকে দোকানপাট, গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন।
তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকছে। ওই সময়ের মধ্যে হোটেল-রেস্তোরাঁগুলো পার্সেল আকারে খাবার সরবরাহ করতে পারবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে। সব ধরনের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে।
খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ার একমাত্র কারণ, স্বাস্থ্যবিধি না মানা। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ কারণেই লকডাউন ঘোষণা করা হয়েছে।
এমআই