ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সিলেটে একদিনে ক'রোনায় ৪ জনের মৃ'ত্যু 

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ১২:৪৮ পিএম


loading/img
ফাইল ছবি

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫৬ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের শরীরে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আরও ৮৫ জন সুস্থ হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৬৫২ জনে। 

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ১২৫ জন করোনা আক্রান্ত রোগীর ৫৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জের ১৬ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৫ জন। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। 

বিজ্ঞাপন

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪ জন। তাদের ৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৭৪ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |