ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কঠোর লকডাউনে যাত্রীদের চাপ বাড়ছে শিমুলিয়া ঘাটে 

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ , ১০:২৮ এএম


loading/img
ফাইল ছবি

আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউনের সময় বাড়লেও আজ ৬ ষ্ঠ দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। ঢাকা ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাপ দেখা গেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে শিমুলিয়া ঘাটে প্রচুর যাত্রী আসতে শুরু করেছে। গণপরিবহন বন্ধ থাকায় সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকার ভাড়া করে ঘাটে আসছেন যাত্রীরা। 

বিআইডব্লিউটিসি(মাওয়া) ম্যানেজার সাফায়াত আরটিভি নিউজকে জানান, সকাল থেকে শিমুলিয়া ঘাটে যাত্রী চাপ বাড়ছে। এ কয়দিন ঘাটে যাত্রী তেমন ছিল না। এই রুটে সীমিত আকারে ৮টি ফেরি চলাচল করছে। ঘাটে প্রায় দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। 

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর-লৌহজং সার্কেল) আসাদুজ্জামান আরটিভি নিউজকে জানান, কঠোর লকডাউনের নিষেধাজ্ঞায় পুলিশের তৎপরতা আগের মতোই রয়েছে। জরুরী সেবার যানবাহন ও যাদের জরুরী প্রয়োজন রয়েছে সেসব যানবাহন এবং যাত্রীদের যেতে দেয়া হচ্ছে। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |