আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউনের সময় বাড়লেও আজ ৬ ষ্ঠ দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। ঢাকা ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাপ দেখা গেছে।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে শিমুলিয়া ঘাটে প্রচুর যাত্রী আসতে শুরু করেছে। গণপরিবহন বন্ধ থাকায় সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকার ভাড়া করে ঘাটে আসছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি(মাওয়া) ম্যানেজার সাফায়াত আরটিভি নিউজকে জানান, সকাল থেকে শিমুলিয়া ঘাটে যাত্রী চাপ বাড়ছে। এ কয়দিন ঘাটে যাত্রী তেমন ছিল না। এই রুটে সীমিত আকারে ৮টি ফেরি চলাচল করছে। ঘাটে প্রায় দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর-লৌহজং সার্কেল) আসাদুজ্জামান আরটিভি নিউজকে জানান, কঠোর লকডাউনের নিষেধাজ্ঞায় পুলিশের তৎপরতা আগের মতোই রয়েছে। জরুরী সেবার যানবাহন ও যাদের জরুরী প্রয়োজন রয়েছে সেসব যানবাহন এবং যাত্রীদের যেতে দেয়া হচ্ছে।
জিএম