ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

ফাঁকা বাড়িতে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৭ জুলাই ২০২১ , ১১:২৭ পিএম


loading/img
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার তারাব পৌরসভা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত শিক্ষক সুমন মিয়া (৩২) বগুড়া জেলার গাবতলী থানার নিজগ্রাম এলাকার আজাহার ফকিরের ছেলে। বর্তমানে সুমন ওই এলাকায় ভাড়ায় বসবাস করে আসছে। 

রূপগঞ্জ থানার এসআই গোলজার হোসেন জানান, দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াত ওই শিক্ষক। প্রাইভেট পড়ার সুযোগে দুই জনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তারা। চলতি বছরের গত ২ জানুয়ারি সকালে ছাত্রীর মা, বাবা ও বোন মার্কেটে বাজার করতে যায়। সকাল ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। 

বিজ্ঞাপন

পরে শনিবার (১৭ জুলাই) সকালে এ ঘটনায় স্কুলছাত্রী নিজে বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শিক্ষক সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |