ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

বল্লম দিয়ে বড় ভাইকে খুন করলেন তারা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২১ জুলাই ২০২১ , ০৩:০৮ পিএম


loading/img
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঈদের আগের দিন বড় ভাই আব্দুর রহমানকে খুন করেছেন ছোট দুই ভাই। মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে বসতভিটার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, ধামাউড়া গ্রামের আব্দুর রহমানের সঙ্গে ঈদ উদযাপন উপলক্ষে ঢাকা থেকে বাড়িতে আসা তার আপন ছোট দুই ভাই সুহেদ মিয়া ও আব্দুল্লাহ মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে ছোট দুই ভাই সুহেদ মিয়া ও আব্দুল্লাহ মিয়ার বল্লমের আঘাতে বড় ভাই আব্দুর রহমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন,  এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত সাহেদ মিয়া ও আবদুল্লাহ পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |