ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

টাকা দিয়েই চলছে গাজীপুর মহাসড়কে তিন চাকার যান 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৪ জুলাই ২০২১ , ১০:১৭ এএম


loading/img
গাজীপুর মহাসড়কে তিনচাকার যান 

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় শনিবার (২৪ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোন যানবাহন চোখে পড়েনি। তবে টাকা দিয়ে মহাসড়কে তিন চাকার যান চলছে বলে অভিযোগ করছেন চালকেরা। এসব তিন চাকার যান চলছে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের চোখের সামনে দিয়েই। 

বিজ্ঞাপন

শনিবার (২৪ জুলাই) সকালে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও কিছু কিছু সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। ওই সব তিন চাকার যানে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী নিচ্ছে। তবে খোঁজ নিয়ে দেখা গেছে ওই ব্যাক্তিগত গাড়ি ভাড়ায় চালিত। বেশি টাকার বিনিময়ে মালিকানা গাড়ি যাত্রী নিয়ে ঢাকা প্রবেশ করছে। 

তবে মহাসড়কে তিন চাকার যান চলাচল সরকারের নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। মহাসড়কে হাইওয়ে পুলিশের চোখের সামনে এসব হচ্ছে। 

বিজ্ঞাপন

তিন চাকার যান মালিকরা আরটিভি নিউজকে বলেন, পুলিশকে ম্যানেজ করেই আমরা মহাসড়ক দিয়ে তিন চাকার যান চালাচ্ছি। সকাল থেকেই বিভিন্ন স্থানে মহাসড়ক ফাঁকা দেখা গেছে।

বগুড়া থেকে চন্দ্রা আসা যাত্রী রফিক আরটিভি নিউজকে বলেন, সকালে কোনো গাড়ি না পেয়ে প্রাইভেটকারে  এক হাজার টাকা ভাড়া দিয়ে চন্দ্রা এসেছি। তবে ভাড়া বেশি নিলেও কোন অসুবিধা নেই আসতে তো পেরেছি।

একজন সিএনজি চালক আরটিভি নিউজকে বলেন, পুলিশ ধরলে টাকা দিয়েই আমাদের যেতে হয়।

বিজ্ঞাপন

সালনা (কোনাবাড়ি) থানার পুলিশের ওসি মীর গোলাম ফারুক আরটিভি নিউজকে বলেন, মহাসড়কে কোনো তিন চাকার যান চলাচল করতে পারবে না। যদি চলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |