হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ের আলাবই গ্রামে ঈদের দিন সকালে নুডলস কিনতে গিয়ে নিখোঁজ হয় তাহমিনা আক্তার লিজা (১০)। নিখোঁজের ৫ দিন পর তার অর্ধগলিত লাশ একটি জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।
রোববার (২৫ জুলাই) বিকেলে ওই গ্রামের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাহমিনা আক্তার লিজা (১০) আলাবই গ্রামের সেলিনা আক্তারের মেয়ে।
সেলিনা আক্তার জানান, ঈদের দিন সকালে লিজাকে দোকান থেকে নুডলস আনতে পাঠান। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার (২২ জুলাই) নিখোঁজের বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি আরও জানান, রোববার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী আলাবই জঙ্গলমুড়া নামক স্থানে লাকড়ি কুড়াতে গিয়ে মরদেহ দেখতে পান। তিনি এলাকাবাসিকে বিষয়টি জানান। পরে থানায় সংবাদ দিলে মাধবপুর ও চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও পিবিআইর প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এটি হত্যাকাণ্ড হতে পারে। কি কারণে এ ধরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জিএম