হবিগঞ্জের বাহুবলে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই সহপাঠীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার মিরপুর ইউনিয়নের বারআউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে খোকন মিয়া (১৭) ও একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সুমন মিয়া (১৬)। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে আটক করা হয়েছে তাদের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের দুই স্কুলছাত্রী বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় পাশের বাড়ি একটি দোকানে চিনি আনতে গেলে অভিযুক্তরা তাদের আটকে রেখে রাতভর ধর্ষণ করেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে তাদের সিএনজিযোগে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্কুলছাত্রীরা চিৎকার শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় এক স্কুলছাত্রীর বাবা সিদ্দিক আলী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতেই দুই অভিযুক্তকে আটক করে পুলিশ।
বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান আরটিভি নিউজকে জানান, আজ শুক্রবার (৩০ জুলাই) অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং ভুক্তভোগীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজই তাদের ডাক্তারী পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
এসআর/