শ্রমিকদের কর্মস্থলে ফিরতে গণপরিবহন চালু হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকামুখী লেনেও গাড়ির ধীরগতি রয়েছে।
রোববার (১ আগস্ট) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় হতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় এ জটের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে চলছে গাড়ি। কিছু দূর এগিয়ে চললেও আবারও থেমে যাচ্ছে যানবাহন। এছাড়াও ঢাকামুখী লেনেও বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে।
এদিকে পোশাক-শ্রমিকদের কাজে ফেরার দুর্ভোগ কমাতে সরকার আজ গণপরিবহন চালু করেছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে গাদাগাদি করে মানুষ গন্তব্যে ফিরছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, ‘সড়কে গণপরিবহন চলছে। ওছাড়াও মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনে করে মানুষ কর্মস্থলে ফিরছে। এ সড়কের কোথাও যানজট নেই।'
জিএম