ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় একদিনে করোনায় ৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

সোমবার, ০২ আগস্ট ২০২১ , ১০:৩৯ এএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। রোববার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

বিজ্ঞাপন

সোমবার (২ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নতুন ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গতদিনের চেয়ে বেড়ে ৪২.৬৬ শতাংশ হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২০৯ জন করোনা রোগী। 

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, হাসপাতালের ২০০ বেডে করোনা ও উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২২৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৯ জন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। 

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |