ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় একদিনে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

সোমবার, ০৯ আগস্ট ২০২১ , ১০:২৪ এএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ায় বেড়েই চলেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৯ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন। 

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫১১ জনের নমুনা পরীক্ষা করে আরো ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ২৭.৫৯ শতাংশ হয়েছে। এ সময় আরও ১৫৬ জন সুস্থ হয়েছেন। 

বিজ্ঞাপন

ডা. আবদুল মোমেন জানান, করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২শ বেডে বর্তমানে ভর্তি আছে ২২০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৬৯ জন। বাকিদের উপসর্গ আছে। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। 

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম আরটিভি নিউজকে জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১৪শ ৫৮ জন। এ পর্যন্ত করোনায় মোট ৬৪০ জন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৫ হাজার ৯শ ৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩শ ৮ জন।

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |