ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ডাকাত পুত্রের সাথে বিয়েতে রাজি না হওয়া সন্তানকে মেরে ফেলার হুমকি

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

সোমবার, ০৯ আগস্ট ২০২১ , ১০:০৭ পিএম


loading/img
ফাইল ছবি

ডাকাত সর্দার পুত্রের সাথে বিয়েতে রাজি না হওয়ায়, ১৩ বছরের কিশোরীকে কেটে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে ওই কিশোরীর বাবার বিরুদ্ধে। খবর পেয়ে, আজ সোমবার (৯ আগস্ট) দুপুরে জেলার শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চরে গিয়ে বাল্যবিয়ের হাত থেকে ওই কিশোরীকে রক্ষা করেন স্থানীয় প্রশাসন। 

বিজ্ঞাপন

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির আরটিভি নিউজকে বলেন, শিবালয়ের আলোকদিয়া চরের কুখ্যাত ডাকাত সর্দার জুলহাস মোল্লার বিবাহিত ছেলে সোলায়মান (৩২)-এর সাথে বিয়ের কথা হয় ওই এলাকার মোদী মোল্লার স্কুল পড়ুয়া কিশোরী মেয়ের। ওই কিশোরী বিয়েতে অসম্মতি জানালে ডাকাত সর্দারের ভয়ে কিশোরীর বাবা তাকে কেটে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়।

কিশোরীকে জোরপূর্বক বিয়ের আয়োজন করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গম আলোকদিয়া চরে মোদী মোল্লার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান বলেও জনান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা আরটিভি নিউজকে জানান, কিশোরীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোথায়ও তাকে বিয়ে দিবে না এমন শর্তে মুচলেকা প্রদান করেছে তার বাবা মোদী মোল্লা। এ কারণে কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কিশোরীর বাবা যদি কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে এবং প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দিতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

উল্লেখ্য, কয়েক মাস আগে ডাকাত সর্দার জুলহাস তার পুত্রবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করে।

এমআই  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |