ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১১ আগস্ট ২০২১ , ১২:৫৪ পিএম


loading/img
তরিকুল বারী ওরফে বকুল

কুষ্টিয়ায় চলতি বছর প্রথম একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

বুধবার (১১ আগস্ট) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) সকালে রক্ত পরীক্ষা করে ওই ব্যক্তির ডেঙ্গু শনাক্ত হয়। 

আক্রান্ত ব্যক্তি দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে তরিকুল বারী ওরফে বকুল (৩৫)। তিনি পেশায় আমদহ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারিক।

বিজ্ঞাপন

ডা. আবদুল মোমেন জানান, আক্রান্ত ব্যক্তি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। প্রায় ৭ দিন আগে জ্বরে আক্রান্ত হন তরিকুল। এ সময় মাথা ও শরীরে ব্যথা শুরু হয়। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে সোমবার (৯ আগস্ট) রক্ত পরীক্ষা করলে তার ডেঙ্গু শনাক্ত হয়।

তিনি আরও জানান, তরিকুল স্বল্পমাত্রার ক্লাসিক্যাল ডেঙ্গুতে আক্রান্ত। বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম আরটিভি নিউজকে জানান, গত বছরের মতো জেলায় ডেঙ্গু যেনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। ডেঙ্গু সচেতনতায় পৌর এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়েও প্রচারণা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |