ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ১১ আগস্ট ২০২১ , ০২:১০ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

লকডাউন শিথিলে পর নরসিংদীতে জনজীবন স্বাভাবিক হয়ে উঠেছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে পুরোদমে চলাচল করছে সবধরনের যানবাহন।

বিজ্ঞাপন

বুধবার (১১ আগস্ট) দুপুরে এই চিত্র দেখা যায় ওই মহাসড়কে। এদিকে শহরে খুলেছে সবধরনের দোকানপাট ও মার্কেট। সরকারি-বেসরকারি অফিস খোলাসহ সকল স্থানে বেড়েছে জনসাধারণের উপস্থিতি। 

জানা গেছে, জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার পর বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না কেউ। বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ আবারও বাড়ার আশংকা করছেন সচেতন মহল।

বিজ্ঞাপন

এদিকে গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যে কোনে প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা থাকলেও ছিল না প্রশাসনের কোন পদক্ষেপ।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা হাসান মিয়া আরটিভি নিউজকে বলেন, অনেক দিন পর অফিস করছি। মনে হচ্ছে নতুন করে মুক্তি পেলাম। তবে ভয় হয় করোনার কারণে। 

বাস চালক মনির হোসেন আরটিভি নিউজকে বলেন, তিন ধরে ঘরে চাল নেই। সন্তানদের মুখের দিকে তাকাতে পারছিলাম না। আজকে মনে হচ্ছে চাল কিনে ঘরে ফিরতে পারবো। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |