ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর ধানের চারা রোপন

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৬ আগস্ট ২০২১ , ০৮:১৩ পিএম


loading/img
রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর ধানের চারা রোপন

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী একটি রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীরা ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান। সোমবার (১৬ আগস্ট) দুপুরে জেলার উলিপুর উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের কেকতির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পাড়ের ভিটা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

এলাকাবাসীরা আরটিভি নিউজের কাছে অভিযোগ করেন, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এ রাস্তাটি চলাচলে অযোগ্য। সেইসাথে তা সংস্কার করার দাবি নিয়ে এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কাছে ধরনা দিয়ে আসছেন। কিন্তু রাস্তাটি পাকা হওয়া তো দূরের কথা দিনের পর দিন তা কাঁচা হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ রাস্তা দিয়ে শত শত মানুষসহ যান চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা কর্দমাক্ত রাস্তায় আমন ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান।

চারা রোপন করতে আসা কেকতির পাড় গ্রামের ভ্যান চালক শাহীন মিয়া আরটিভি নিউজকে বলেন, আমরা অনেকদিন থেকে এ রাস্তা ঠিক করার জন্য জানিয়েছে। কিন্তু কেউ কারও কথা শুনে না। অল্প একটু বৃষ্টি হইলে হাঁটু পানি জমি যায়। আমাদের সে রাস্তা দিয়ে চলাচলে মুশকিল হয়ে যাচ্ছে। এজন্য সবাই মিলে প্রতিবাদ জানানোর ভাষা হলো রাস্তায় আমন ধানের চারা লাগাচ্ছি। 

বিজ্ঞাপন

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |