ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

সোমবার, ২৩ আগস্ট ২০২১ , ০৯:৩২ এএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন।সোমবার (২৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন। 

বিজ্ঞাপন

জানা গেছে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯৯টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৫৬ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪০ জন, কুমারখালীর ৮ জন, দৌলতপুরের ১৩ জন, ভেড়ামারার ১৩ জন, মিরপুরের ২৬ জন ও খোকসার ২ জন রয়েছেন। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৩০৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৫৯ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মোট ৭০৬ জনের মৃত্যু হয়েছে।

তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন আরটিভি নিউজকে জানান, করোনা ও উপসর্গ নিয়ে সোমবার (২৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ১৩৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের করোনায় ১০১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩২ জন। তবে অধিকাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। 

বিজ্ঞাপন

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম আরটিভি নিউজকে জানান, এক সপ্তাহে কুষ্টিয়ায় করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ৩শ ৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮শ ৫৯ জন।

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |