ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নওগাঁয় দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার, রাজশাহী

সোমবার, ২৩ আগস্ট ২০২১ , ০৩:২৫ পিএম


loading/img
সংবাদ সম্মেলন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকা থেকে ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় ৬টি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (২৩ আগস্ট) দুপুরে রাজশাহী র‍্যাব-৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক কর্ণেল জিয়াউর রহমান এই তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলভার, ৫টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলিসহ মো. হৃদয় (২৭), মো. শিশিরকে (২০) গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর একটি দল।

তিনি আরও জানান, অস্ত্রগুলো মূলত তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে কিনে অটোরিকশা করে নওগাঁ নিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ থেকে বগুড়া নিয়ে যেতো বলে গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ীরা স্বীকার করেছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |