ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

‘আশ্রয়ণ প্রকল্পে যারা অনিয়ম করেছেন তাদের বিচার করা হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ , ০২:৫২ পিএম


loading/img
আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করার সময়

এখনও যারা ভূমিহীন এবং গৃহহীন রয়েছে ক্রমান্বয়ে তাদের তালিকা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর উপহার দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলার আদারবাজার সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এতে দেশে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের প্রতি আন্তরিক। তিনি তাদের কথা চিন্তা করে সবসময় আমাদের কাজ করার নির্দেশনা দিয়ে থাকেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর যারা পেয়েছেন তাদের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য প্রধানমন্ত্রী আমাদের বলেছেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে যেসব জায়গায় অনিয়ম হয়েছে আমরা বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে তা জেনে জেলা প্রশাসন ও এবং বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে রেখেছি। সবগুলো তদন্ত করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

আহসান কিবরিয়া আরও বলেন, ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসে তখন তাদের নির্বাচনী ইশতিহারে উল্লেখ ছিল গৃহহীন ও ভূমিহীনদের ঘর নির্মাণ করে দেয়া। প্রধানমন্ত্রী তখন থেকে এসব অসহায় মানুষের কথা চিন্তা করেছিলেন। ফলে আজ তা ধীরে ধীরে বাস্তবায়ন করছেন।

এর আগে তিনি প্রধানমন্ত্রীর ঘর উপহার পাওয়া পরিবারের সঙ্গে আলাপ করে তাদের সুবিধা-অসুবিধার কথা জানেন এবং খালি জায়গায় স্কুল, গবাদি পশু পালন করার জন্য শেট এবং কবরস্থান করার জন্য আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |