ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মানিকগঞ্জে নদীগর্ভে ৮ কিলোমিটার এলাকা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ , ০১:১৩ পিএম


loading/img
নদী ভাঙন

মানিকগঞ্জে যমুনা, পদ্মাসহ জেলার অভ্যন্তরীণ কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতিসহ সব নদীতে পানি বাড়ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়াও অনেক এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এদিকে চলতি বছর নদী ভাঙনে জেলার ৮ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড জানায়, চলতি বছর শিবালয় উপজেলার যমুনা নদীর তীরবর্তী অন্বয়পুর, কাশাদহ এলাকার ১ হাজার ২শ মিটার ও নেহালপুর এলাকার ৭শ মিটার, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ধূলশুরা এলাকার ১ হাজার মিটার, কাঞ্চনপুর এলাকার ১ হাজার ২শ মিটার, ঘিওর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীর তীরবর্তী কুস্তা এলাকার ১শ মিটার, জাবরা এলাকার ২শ মিটার, সিংগাইর উপজেলার কালীগঙ্গা নদীর তীরবর্তী জামসা এলাকার ১ হাজার ২শ ৫০ মিটার এবং মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর তীরবর্তী কুশেরচর এলাকার ১ হাজার ৫শ মিটার ও দৌলতপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী বাঁচামার এলাকার ১ হাজার মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা জানান, উপজেলার বিভিন্ন গ্রামের নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা করা হচ্ছে। যাদের নাম আসবে তাদের সবাইকে সহযোগিতা করা হবে। 

বিজ্ঞাপন

হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, পদ্মার ভাঙনে আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সুতালড়ী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি ভাঙনের হুমকিতে রয়েছে। স্কুলটি যে কোন সময় নদীতে চলে যেতে পারে। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, এবারের ভাঙনে ৮ দশমিক ১শ ৮৫ কিলোমিটার নদী তীরবর্তী এলাকা বিলীন হয়ে গেছে। জেলার ৫০ কিলোমিটার এলাকা নদীবর্তী হওয়ায় প্রতি বছর ভাঙনের কবলে পরে। গুরুত্ব বিবেচনায় ১৩.৮ কিলোমিটার এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বাকি ৩৬.২ কিলোমিটার এলাকায় পর্যায়ক্রমে বেড়িবাঁধ নির্মাণসহ ভাঙন ঠেকাতে প্রকল্প গ্রহণের কাজ চলমান রয়েছে।

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |