ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপরে

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১ , ০৯:১২ এএম


loading/img
পানি বিপৎসীমার ওপরে

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর ৩টি গেজ স্টেশন পয়েন্টই পদ্মার পানি বেড়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে নিম্নাঞ্চলে নতুন করে পানি ঢুকে কয়েক হাজার পরিবার পানিবন্দী রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

জানা গেছে, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টায় পরিমাপ করা তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর ৩টি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে ৩টিতেই পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চল, বিস্তীর্ণ চরাঞ্চল ও বেড়িবাঁধের আশপাশের এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করেছে। এ সময় বিশুদ্ধ খাবার পানি ও গবাদিপশুর খাবার সংকট দেখা দিয়েছে। 

বিজ্ঞাপন

রাজবাড়ী পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ বলেন, সিরাজগঞ্জের দিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মার পানি বাড়ছে। তবে এই সপ্তাহের শেষের দিকে পানি আবারও কমতে থাকবে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |