ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

খাল দখল করে ভবন নির্মাণ করছেন কলেজ শিক্ষক

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ , ০৯:৪২ পিএম


loading/img
খাল দখল করে ভবন নির্মাণ

বরগুনার তালতলীতে উপজেলা বাজারের পশ্চিম পাশের খালের জমি দখল করে সরকারি কলেজের শিক্ষক আবুল বাসার নামের এক ব্যক্তি পাকা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এই ভবন নির্মাণের কারণে উপজেলার গুরুত্বপূর্ণ ওই খালে পণ্য পরিবহনের জন্য নৌযান চলাচলে চরম ভোগান্তিতে পড়বে বলে মনে করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

খালের মধ্যে পিলার নির্মাণের পর ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে। একই সাথে কয়েকজন শ্রমিক ইটের গাঁথুনির কাজ করছেন। 

তারা আরটিভি নিউজকে জানিয়েছেন, তালতলী সরকারি কলেজের শিক্ষক মো. আবুল বাশার ওই পাকা ভবন নির্মাণ করাচ্ছেন।

বিজ্ঞাপন

তালতলী উপজেলা সদর বাজারের ভূমি অফিসের পাশের খালটি সরকারি খাল হিসেবে পরিচিত ছিল। এই খাল দিয়ে তালতলী বাজারসহ উপজেলার সকল ধরনের পণ্য পরিবহনের জন্য নৌযান চলাচল করছে। দিন দিন অবৈধ দখলদারদের কারণে মরা খালে পরিনত হচ্ছে। এ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালটিকে বাঁচানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খালের জমি দখল করে ভবন নির্মান করার বিষয়ে তালতলী সরকারী কলেজের শিক্ষক মো. আবুল বাশার আরটিভি নিউজকে বলেন, এই জমির পেপার আছে আমার কাছে। জমির দলিল আছে চাইলে দেখতে পারেন। 

জমিতে স্থায়ী ভবন নির্মাণ করতে পারবেন কি না এ বিষয়ে তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, আমার জমিতে আমি ভবন নির্মাণ করছি।

বিজ্ঞাপন

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সরকারী জমিতে কোনো ধরণের স্থায়ী কিছু করার সুযোগ নেই।

বিজ্ঞাপন

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |