ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাউরুটিতে মিললো টিকটিকি

আরটিভি নিউজ

বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ , ০৪:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

মৌলভীবাজারে পাউরুটিতে টিকটিকি পাওয়ার ঘটনা ঘটেছে।  শবনম নামে এক নারী এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছে।    

বিজ্ঞাপন

জানা যায়, চাঁদনীঘাট ব্রিজের পাশে অবস্থিত নুসরাত এন্টারপ্রাইজ থেকে পাউরুটি কিনে বাসায় নিয়ে আসার পর খাবারের সময় দেখতে পান পাউরুটির মধ্যে টিকটিকি। 

পরে মৌলভীবাজার জেলার শবনম সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত উক্ত পাউরুটি উৎপাদনদকারী প্রতিষ্ঠান এশিয়া ফুডস এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারে প্রমাণসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

বিজ্ঞাপন

অভিযোগটি নিষ্পত্তির লক্ষে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উপস্থিতিতে আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে এশিয়া ফুডস, সিলেট এর ম্যানেজার আওলাদ হোসেন উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। 
অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে এশিয়া ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা এশিয়া ফুডস সিলেটের, ম্যানেজার আওলাদ হোসেন তাৎক্ষণিক পরিশোধ করেন। 

আইন অনুযায়ী অভিযোগকারী শবনমকে জরিমানার ২৫ শতাংশ সাড়ে ৭ হাজার টাকা তাৎক্ষণিক দেয়া হয়। 

পাউরুটি উৎপাদনকারী ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এই ধরণের ভুল আর হবে না।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |