পূর্বশত্রুতার জেরে ঢাকা দক্ষিণখানে সাংবাদিক মীর মেহেদী হাসান জনি ও তার বড়ভাই মীর জহিরুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে দক্ষিণখানের শাহকবির মাজার রোডের সিএনজি পাম্প এলাকায় আদি টাঙ্গাইল মিস্টান্ন ভান্ডারের সামনে এ হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক মীর মেহেদী হাসান বলেন, রাতে বাসায় যাওয়ার পথে মাহবুব হাসান রতন ও তার ভগ্নিপতি পুষ্প আমার মোটরসাইকেলের গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকেন তারা। এতে বাইক থেকে পড়ে গেলে পুষ্প-রতনসহ আরও কয়েকজন আমাকে এবং আমার বড় ভাইকে মারধর করেন।
তিনি বলেন, হামলায় আমার মাথা ফেটেছে এবং আঙুল ভেঙেছে। পুরো শরীর রড দিয়ে আঘাত করা হয়েছে। পকেটে থাকা মোবাইল নিয়ে গেছে। ঘটনা তাৎক্ষণিক পুলিশ জানানো হয়েছে। পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন।
দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদের পরামর্শে থানায় অভিযোগপত্র দায়ের করেন বলে জানান সাংবাদিক জনি।
থানায় অভিযোগের বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, ক্রসচেক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিক মীর মেহেদী হাসান সারাবাংলা ডট নেটে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ কাজ করেছেন আরটিভি অনলাইনে।
এফএ