চট্টগ্রাম নগরের খুলশীতে ৮ বছরের এক শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্ব) সন্ধ্যায় খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঝিলের পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর কড়া গাজীর বাড়ির আব্দুর রশিদের ছেলে মোস্তফা। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
পুলিশ জানায়, মাদরাসা থেকে বেরিয়ে পাশের একটি দোকানে আচার কিনতে গিয়েছিল শিশুটি। এ সময় তাকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে একটি ভাঙা বাংলোর পাশে নিয়ে যান মোস্তফা। সেখানে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করেন তিনি। তবে শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে মোস্তফা ধরে থানায় সংবাদ দেয়। পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার ও মোস্তফাকে আটক করা হয়।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ভুক্তভোগী শিশুর মা মামলা করেছেন। ওই মামলায় মোস্তফাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিএম